Home / অ্যাপস ডাউনলোড / Download করুন যে কোন YouTube Video আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে!

Download করুন যে কোন YouTube Video আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে!

আপনি কি আপনার প্রিয় ইউটিউব ভিডিও গুলো খুব সহজেই ডাউনলোড করতে চান? খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলের যে কোন ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারেন কোন ঝামেলা ছাড়াই শুধুমাত্র ছোট্ট একটি এপ ব্যবহার করে। সাইজ মাত্র ৪ মেগাবাইট!

এই এপ টির নাম Tubemate Youtube Downloader Mod Apk

এতে রয়েছে ৩টি ভিন্ন ফরম্যাটে ভিডিও ডাউনলোড করার সুবিধা। এছাড়া আপনি সর্বচ্চ আল্ট্রা এইচডি রেজুলেশন পর্যন্ত ভিডিও ডাউনলোড করতে পারবেন। আর চাইলেই যেকোন ভিডিওকে MP3 বা অডিও ফাইল হিসেবে ডাউনলোড করা যাবে। এছাড়া এতে রয়েছে মাল্টিপল ভিডিও ফাইল একসাথে ডাউনলোড করার সুবিধা। আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ভিডিও ডাউনলোড রিসিউম সাপোর্ট করে ফলে ইন্টারনেট কানেকশন ফেইল করলেও কোন ঝামেলা ছাড়াই পুনরায় ডাউনলোড করা যাবে। অর্থাৎ নতুন করে ডাউনলোড করার প্রয়োজন নেই।

ডাউনলোড লিঙ্ক : Tubemate Youtube Downloader Pro Download For Free

উপরের এপটি ডাউনলোড করে নিন। এবং ডাউনলোড শেষে অপেন করে ইন্সটল করুন। এখন ইন্সটল শেষ হলে আপনি যে কোন ভিডিও সার্চ করে পছন্দ মতো নির্বাচন করুন। ভিডিও পেইজে উপরে সবুজ তীর চিন্হিত বাটনে ক্লিক করলে ডাউনলোড মেনু আসবে যেখানে আপনি প্রয়োজন মতো ভিডিও ফরম্যাট এবং রেজুলেশন সিলেক্ট করতে পারবেন।

তাহলে আর অপেক্ষা কেন? এখনই ডাউনলোড করুন আপনার পছন্দের সকল ভিডিও ইচ্ছেমত!

Mobile Update

About Hasan1992

আপনার মূল্যবান কমেন্ট করুন :)